জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, রেলী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, রেলী ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভাশেষে সফল মাছ চাষীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
খুলনায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রেলি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজন খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।পরে অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
ময়মনসিংহে জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে পোনামাছ অবমুক্ত করার পর একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেনসহ অনেকে।
জামালপুরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ অনেকে ।
বরিশাল সার্কিট হাউজ হল রুমে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শওকত হোসেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল আলমসহ অনেকে।
কুমিল্লায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনসহ অন্যরা।সভা শেষে শ্রেষ্ঠ মাছ চাষিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নীলফামারীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।এরপর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সেখান থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়া নোয়াখালি ,পটুয়াখালি, রাজবাড়ি,ঝিনাইদেহ ,বাগেরহাটসহ বিভিন্ন জেলায় নানাআয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।