জাতীয় ক্যান্সার হাসপাতালে মেঝেতে পড়ে থেকে চিকিৎসা না পেয়ে অবশেষে তাজুলের মৃত্যু

- আপডেট সময় : ০৯:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় ক্যান্সার হাসপাতালে ১৮ দিন মেঝেতে পড়ে থেকে চিকিৎসা না পেয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তাজুল ইসলাম। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সার রোগী তাজুলকে ভর্তি করতে পারেননি । অতিরিক্ত টাকা ছাড়া চিকিৎসা-ওষুধ না পেয়ে ধুকে ধুকে চোঁখের সামনেই মারা যান তিনি ।
এ আহাজারি আপন জন চলে যাওয়ার ……
নোয়াখালির সোনাইমুড়ির তাজুলের ক্যান্সার চিকিৎসা পেতে চেষ্টার কোন ত্রুটি ছিলোনা স্ত্রী সাহানার। গত ১১ তারিখ জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটে স্বামীকে ভর্তি করতে না পারায় মেঝেতেই ঠাই নেন তিনি।
তারপরেও নানান অবহেলায় ওষুধ ও চিকিৎসা সেবা পাননি ক্যান্সার আক্রান্ত তাজুল ।স্বামী,ভাই ও সন্তান হারানো স্বজনরা জানান, ঘুষ না দিলে ওষুধ ও চিকিৎসা নেই এই হাসপাতালে।শেষ মুহূর্তে দায় সারা ভর্তি করলেও চিকিৎসা না পেয়েই মারা যান রোগী।
অতিরিক্ত টাকা ছাড়া এ হাসপাতালে ভর্তি ও সিট মেলে না বলে অভিযোগ করেন স্বজনরা ।এ সময় এসএ টিভির ক্যামেরায় নানান অনিয়মের কথা জানান অনেকে।
হাসপাতাল পরিচালক অধ্যাপক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সিট সংকটে সব রোগী ভর্তি করা সম্ভব হয় না
তবে অবহেলা প্রমাণ হলে তার যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অধ্যাপক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়,পরিচালক,জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল।