জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিতে কোন জটিলতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিতে কোন জটিলতা নেই বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার দাবি শুধু মাত্র একটি চিঠি দিয়ে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নেয়া যায়না। তিনি আলোচনায় বসার আহ্বান জানান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ঢাকার পুরনো কারাগার মিলনায়তনে অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের পোষ্যদের মাঝে বৃত্তি প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানান্তরে কোনো জটিলতা নেই।
এদিকে, নির্বাচন কমিশনের ইটিআই ভবনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে জাতীয় পরিচয়পত্র নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন, প্রধান নির্বাচন কমিশনার।
দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এসময় এনআইডির অপারেশন ডিরেক্টর জানান, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নেয়া হলে ইভিএমে ভোট করা সম্ভব হবে না ।