জাতীয় পার্টির মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব
- আপডেট সময় : ০৮:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির ঢাকা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, তাদের সফলতার পাশাপাশি ভুলের খাতাও দীর্ঘায়িত হচ্ছে। এজন্য মানুষ বিকল্প শক্তি হিসেবে জাপাকেই আশা করছে।
জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার এই সম্মেলন। এতে প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
সম্মেলনে জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দলে জি এম কাদের ও রওশন এরশাদকে ঘিরে যে বিভাজন তৈরি হয়েছিল, সেই সংকট থেকে উত্তরণ ঘটেছে। দলকে সুসংগঠিত করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, মানুষ বিকল্প শক্তি হিসেবে এখন জাতীয় পার্টিকেই আশা করছে বলে জানান তিনি।
সম্মেলনে সালমা ইসলামকে জাপা ঢাকা জেলার নতুন সভাপতি ঘোষণা করেন জাপা চেয়ারম্যান। আগামী ১০ দিনের মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেন জিএম কাদের।