জাতীয় পার্টি কখনই পরগাছা হয়ে রাজনীতি করবে না : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি কখনই পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতির মাঠে এগিয়ে যাবে।
দুপুরে ঢাকার বনানী কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমন্ডলীর সদস্যদের সাথে সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশকে জুলুমখানায় পরিণত করেছে। দেশের মানুষকে সকল জুলুম-নির্যাতন থেকে মুক্তি দিতে জাতীয় পার্টি কাজ করছে। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে বিএনপি ও আওয়ামী লীগ সংসদীয় গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দুটি দলই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। গলতন্ত্র ও মানবাধিকার হরণ করে দেশের মানুষকে জিম্মি করেছে। তিনি আরো বলেন, সকল স্তরে দলীয়করণ ও লুটপাটের মাধ্যমে টাকার পাহাড় গড়েছে দুটি দলের নেতা-কর্মীরা। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বিলাসী জীবন যাপন করছে। ছোটখাটো নির্বাচনেও তারা কোটি কোটি টাকা নিয়ে মাঠে নামে বলেও মন্তব্য করেন তিনি।