জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ
- আপডেট সময় : ০৭:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। অনুমতি না থাকায় মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়া হয়নি বলে জানান রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার। আর কর্মসূচির অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সাড়া মেলেনি বলে জানান বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রশাসনের এমন নিষেধাজ্ঞা জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলেও দাবি করেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে এভাবে বাধা দেয় পুলিশ।
পুলিশ জানায়, অনুমতি না থাকায় শুধু বিএনপিই নয়, কোন সংগঠনকেই জমায়েত করতে দেয়া হচ্ছে না।
আর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হলেও কোন জবাব দেয়নি পুলিশ।
বিধি-নিষেধের বেড়াজালে সভা-সমাবেশ করতে না দিয়ে জনগনের সাংবিধানিক অধিকার লংঘন করছে সরকার- অভিযোগ তাঁর।
সামাজিক,রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনকে সাথে নিয়ে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করার কথাও জানান তিনি।