জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের উপর হামলা বিএনপির পূর্বপরিকল্পিত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের জনগণ ভোট দিবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের উপর হামলাকে বিএনপির পূর্বপরিকল্পিত বলেও জানান ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগতভাবে বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।
এদিকে কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগের জনসভায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বৈধভাবে ক্ষমতা থেকে সরাতে না পেরে ষড়যন্ত্র করছে বিএনপি ।
যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছেন ততদিন উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাবে
বলেও মন্তব্য করেন তিনি।