জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের গৌরবজ্জ্বল দিনে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোটা জাতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্মব্যবসায়ী, মৌলবাদীদের সঙ্গে কোন আপস হবে না।
ইতিহাসের অধিকার নিয়ে তারা আসে। স্বাধীনতা আর ভূখন্ডের অধিকার নিয়ে তারা আসে। কারণ, তাদের আত্মত্যাগেই বাংলার স্বাধীন আকাশে ওড়ে লাল সবুজ পতাকা।
আর তাই সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
এসময় তিন বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের করুণ সুর।ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত সহযোদ্ধা, মন্ত্রিপরিষস সদস্য, তিনবাহিনী প্রধান ও বিভিন্ন কূটনৈতিকরা এসময় উপস্থিত ছিলেন।
পরে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী। জাতীয় পার্টির সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা জি এম কাদের ও শহীদ পরিবারের সদস্যরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি বারবার মাথা চাড়া দেয়ায় অর্জিত স্বাধীনতা সুসংহত হয়নি উনচল্লিশ বছরেও । পরে সর্ব সাধারনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়।
এরপর ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠণ ও সব শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।