জানুয়ারি থেকে সব বিষয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারি থেকে সব বিষয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি
সাকলে চাঁদপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন। এসব তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না বলেও জানান শিক্ষামন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।