জাপাকে শক্তিশালী করতে হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দলকে শক্তিশালী করতে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহের নেতারা।
সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদারসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।