জামাতুল আনসার সদস্যরা পাহাড় ছেড়ে সমতলে সংগঠিত হওয়ার চেষ্টা : র্যাব
- আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে টিকতে না পেরে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা পাহাড় ছেড়ে সমতলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র্যাব। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়া জঙ্গি সংগঠনের সদস্যরা, তাদের পরিকল্পনা বাস্তবায়নে এমন কৌশল অবলম্বন করছে বলে জানায় সংস্থাটি। গেলো রাতে সংগঠনের শূরা সদস্য ও অর্থ শাখার প্রধান রাকিবের নেতৃত্বে একটি গ্রুপ গাজীপুরের রাজেন্দ্রপুর বনাঞ্চলে আত্মগোপন করতে এলে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয় তারা।
গেলো এক বছর ধরে পার্বত্য অঞ্চলের গহিন জঙ্গলে সুসংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কুকিচিন নামে একটি সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নেয় নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা।বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এলে তৎপর হয় তারা। নিয়মিত অভিযানে পাহাড়ে না ঠিকতে পেরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা।
সংগঠনের শূরা সদস্য ও অর্থ শাখার প্রধান রাকিবের নেতৃত্ব একটি গ্রুপ গাজীপুরের রাজেন্দ্রপুর বনাঞ্জলে আত্মগোপনে আছ এমন খবরে সেখানে অভিযান চালিয়ে রাবিকসহ তিন সদস্যকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, সংগঠনটির শূরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিব ২০১৬ সালে আনসার আল ইসলামের সদস্য ছিলো। সেখান থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার যোগ দিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে অর্থ সংগ্রহ করতো।
এ পর্যন্ত নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও কুকিচিনের ৮২ সদস্যকে আইনের আওতায় আসলেও শতাধিক সক্রিয় সদস্য রয়েছে বলে জানিয়েছে র্যাব।