জামালপুরের ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীর ভাটারার ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুই ভাই আজাহার ও খোরশেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে মামলাও হয়। মঙ্গলবার রাতে লোকজন নিয়ে আজাহারের বাড়িতে হামলা চালায় খোরশেদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাত থেকেই আরেক ভাই সৌদিপ্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সী মেয়ে জান্নাত নিখোঁজ ছিল বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। সকালে স্থানীয়রা ঝিনাই নদীতে আজিজ ও জান্নাতের ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাজলী বেগম ও সোমা বেগম নামে ৪ জনকে আটক করেছে পুলিশ। সৌদি প্রবাসী আজিজ একমাস আগে ছুটিতে বাড়ি এসেছিল। আগামীকাল তার সৌদি ফিরে যাওয়ার কথা ছিল।