জামালপুরে ডাক্তারদের কর্মবিরতি, চরম দুর্ভোগে রোগীরা
- আপডেট সময় : ০৫:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চারদিন ধরে জামালপুর সদরের প্রায় অচল চিকিৎসা ব্যবস্থা। জেলার জেনারেল হাসপাতাল ও ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতিতে আছেন চিকিৎসকরা। দুর্ভোগে পড়েছেন রোগী ও তার স্বজনরা। ফলে শতশত মানুষ চিকিৎসা ও ঔষধ না পেয়ে ফিরে যাচ্ছেন।
শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগের হামলা ও ভাংচুরের হয়। এ সময় রোগীর স্বজন ও ইন্টার্নী চিকিৎসকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। আহত হন চিকিৎসকসহ অন্তত ১০জন। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন ইন্টানী ডাক্তারকে আটক করে নিয়ে যায়। পরে কোন শর্ত ছাড়াই ছাড়া পান তারা।
এরই জেরে চারদিন ধরে কর্মবিরতিতে আছেন চিকিৎসকরা। চিকিৎসক ও ইন্টানীদের মারধর এবং নির্যাতনের প্রতিবাদে একাত্মতা জানায় স্বাচিপ ও বিএমএ।এরপর থেকেই জরুরি চিকিৎসা ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসা কার্যক্রম। ডাক্তারদের এই কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আন্দোলন চলবে, বলছেন হাসপাতালের সহকারী পরিচালক।ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হলেও এখনো তা জমা পড়েনি।অন্যদিকে, মামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহত রোগীর স্বজনরা।