জামালপুরে ধস দেখা দিয়েছে কুলকান্দি হার্ডপয়েন্টের সংরক্ষণ প্রকল্প বাঁধে
- আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরের ইসলামপুর যমুনার নদীতে আকস্মিক বৃদ্ধি পেয়েছে পানি। ধস দেখা দিয়েছে কুলকান্দি হার্ডপয়েন্টের সংরক্ষণ প্রকল্প বাঁধে। গেলো সপ্তাহে বাঁধের ২০ মিটার ধসে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের পাশ দিয়ে তৈরী হয়েছে যমুনা নদীর নতুন চ্যানেল। সেখানে মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হচ্ছে।
উজানের পানিতে জামালপুরের ইসলামপুরের কুলকান্দি থেকে গুঠাইল হার্ডপয়েন্ট পর্যন্ত আড়াই কিলো নদীর বাম তীর সংরক্ষণ বাঁধের বিপরীতের বালু সরে যাচ্ছে। ফলে তৈরী হয়েছে নদীর নতুন চ্যানেল।
ওই অঞ্চলে তীব্র ঘূর্ণি স্রোতের গেলো বৃহস্পতিবার বাঁধের ২০ মিটার ধসে গেছে। দেখা দিয়েছে নদী ভাঙ্গনও। হুমকির মুখে পড়েছে কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ শত শত স্থাপনা।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড কুলকান্দি হার্ডপয়েন্ট এলাকায় ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে। নদীপাড়ের মানুষের অভিযোগ, বহু টাকা ব্যয় করে নদীর পাড় রক্ষায় বাঁধ নির্মাণ করলেও নিম্নমানের সামগ্রীর ব্যবহারে অল্প সময়ে তা ভেঙ্গে যাচ্ছে।
নদীর গতিপথ প্রতিনিয়ত বদলে যাওয়ায় নতুন চ্যানেল তৈরি হচ্ছে। ১৫ মিটারের বেশি গভীরতা সৃষ্টি হয়ে ধস নামছে যখন তখন।
সেনাবাহিনীর তত্বাবধায়নে ২শ’ ৩৪ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার নদীর তীর সংক্ষরণ বাঁধ নির্মাণ এবং ৯ কিলোমিটার ড্রেজিং প্রকল্পের কাজটি ২০১৭ সালে শুরু হয়ে শেষ হয় ২০২০ সালে।