জামালপুরে নৌকা ডুবে দুই শিশুসহ তিন’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহ উপজেলায় নৌকা ডুবে দুই শিশুসহ তিন’জনের মৃত্যু হয়েছে।
রবিবার জামালপুরের মেলান্দহের চর-বাগবাড়ি এলাকায় বিকেলে একটি ডিঙ্গি নৌকা দিয়ে ৮/৯ জন ঘুরতে গেলে নৌডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় কিছু দূর এগুনোর পরে নৌকাটি ডুবে যায়। পানিতে পরে যাবার সাথে সাথেই যুবক নুরনবী কে শিশু তাহিম ও আছিয়া দুই জন বাঁচাবার জন্য ঝাপটে ধরলে তারা তিনজন পানিতে ডুবে যায়। বাকীরা কোন মতে সাতঁরিয়ে তীরে ফিরলেও ওই তিন জন পানি ডুবে নিখোঁজ হয়, খবর পেয়ে এলাকাবাসী তাদের খোজাখুজি করে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।