জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
- আপডেট সময় : ০৫:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৮৮০ বার পড়া হয়েছে
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে জামালপুর সরকারি শিশু পরিবারের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন।
এছাড়াও ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা এবং সফল মৎসচাষীকে পুরুষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন বলেন, ‘এ মৎস্য সপ্তাহ উদযাপনের উদ্দেশ্যই হচ্ছে দেশের মানুষকে মৎস্যসম্পদ বৃদ্ধিতে আগ্রহী করে তোলা। দেশকে আরও মৎস্যসম্পদে সমৃদ্ধ ও দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশের মৎস্য চাষী, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান তিনি।’
জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, ‘দেশীয় স্বাদে অতুলনীয় রুই, কাতলা, মৃগাল, বাইল্যা, পুঁটি, মলা, মাগুর, শৈল প্রভৃতি মাছ আজ বিলুপ্তির পথে। এসব মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। এসব পুকুর নদী খাল-বিল জলাশয়ে দেশীয় মাছ সংরক্ষণ উৎপাদন করার মধ্য দিয়ে দেশীয় মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে মাছ চাষ বিশেষ পদ্ধতি ‘খাঁচায় মাছ চাষ’। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকার মাছ চাষিরা প্রয়োগ করে সুফল পাচ্ছেন। এ পদ্ধতিতে মাছ চাষ অনেক বেশি লাভজনক বলে দিন দিন এ চাষে লোকজনের আগ্রহ বাড়ছে।’
এসময় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন প্রমুখ।
সভা শেষে মাছ উৎপাদনে অবদান রাখায় ৫ জনকে পুরস্কৃত করা হয়।