জামালপুরে শ্বাসরোধ করে শিশু হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৭১৫ বার পড়া হয়েছে
জামালপুরে আলাদা ঘটনায় শিশুকে শ্বাসরোধ করে ও অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার দেওলাবাড়ি মন্ডল পাড়া গ্রামে ১ম শ্রেণীর শিশু তুবাকে বাড়ির পাশে ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত তুবার বাবা রোকনুজ্জামান উকিল অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী মুকসদ মিয়ার ছেলে নাঈম তার মেয়েকে খেলার কথা বলে বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় তুবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠায় করেছে। অপরদিকে সদরের কেন্দুয়া কালিবাড়ি থেকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।