জামালপুরে স্কুল ছাত্রীর সম্ভ্রম হানির পর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সম্ভ্রম হানির পর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত আসামী তামিম আহাম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে রেব।
বৃহস্পতিবার ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে। শুক্রবার এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার আগে ওই কিশোরী একটি চিরকুটে ওই যুবকের নাম উল্লেখ করেছে।
পুলিশ ও ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, তামিম আহম্মেদ স্বপন দশম শ্রেণির ছাত্রী মোছা. আশামনিকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করতো। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তামিম ভুক্তভোগীকে সহপাঠীদের মাধ্যমে প্রাইভেটের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি বাড়িতে দিনভর আটকে রেখে ধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে নিজ ঘরে সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।