জামালপুরে ১৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গ্রীষ্মের রসালো ফল লিচু বাজারে উঠতে শুরু করেছে। লালচে হয়ে উঠেছে লিচু গ্রাম খ্যাত জামালপুরের সব বাগান। তবে, মুকুল আসার শুরুতে ঘন কুয়াশা আর শীলাবৃষ্টি কিছুটা ক্ষতি করে। ফলন ও দাম ভালো হওয়ায় খুশি লিচু চাষিরা।
জামালপুর জেলার ৭টি উপজেলায় ১৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। সদরের শ্রীরামপুর, রঘুনাথপুর, শাহাবাজপুর ও রাঙ্গা মাটিয়াসহ আশ-পাশের গ্রামে ঢুকলেই বাড়ির উঠোন, দহলিজ আর ছোট ছোট বাগান ভরা দেশী চায়না ১, চায়না ৩, মঙ্গোলিয়াসহ বিভিন্ন জাতের লাল টসটসে রসালো লিচু চোখে পড়বে।
চাষীরা জানান, এবার মুকুল আসার শুরুতে ঘন কুয়াশায় কিছুটা ক্ষতি হলেও, শেষমেষ ফলন ভালো হয়েছে। কাঙ্খিত দাম মেলায় খুশি তারা।
কৃষি বিভাগ বলছে, চাষীদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেয়ায় ভালো ফলন হয়েছে।
লিচু চাষীরা এবার লাভের মুখ দেখবে বলেই প্রত্যাশা সবার।