জামালপুরে ৩ লাখেরও বেশী নারীকর্মী জড়িত নকশী সূচি শিল্পে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
জামালপুর জেলায় ৩ লাখেরও বেশী নারীকর্মী জড়িত নকশী সূচি শিল্পে। সুই-সুতায় নানা ডিজাইন, রঙ আর বর্ণে তারা ফুটিয়ে তোলে নকশীকাঁথা, বেডকভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবী, সালোয়ার-কামিজসহ নানা পোশাক পণ্য।
জামালপুরের মহিলা কর্মীদের হাতে তৈরী নকশী কাথা, শাড়ী, সালোয়ার কামিজ,পাঞ্জাবীসহ এসব নকশী পণ্যের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে। দেশ-বিদেশের চাহিদা বৃদ্ধির সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে এখানকার হস্তশিল্পের। আর ঈদকে সামনে রেখে এই চাহিদা বেড়েছে কয়েকগুণ। ঈদে নকশী সূচি পণ্যের বিপুল চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। ঈদ আর পয়লা বৈশাখকে সামনে রেখে এবারও বেশ জমে উঠেছে নকশী পণ্যের বাজার।