জামুকা রাজাকারের মতো ঘৃণিত শব্দে পরিণত হতে যাচ্ছে: মেজর অব. হাফিজ উদ্দিন
- আপডেট সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সোচ্চার থাকার পাশপাশি সরকার পতনের আন্দোলনে অগ্রসর হবে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন বীরবিক্রম সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘রাজাকারের মতো’ জামুকা একটা ঘৃণিত শব্দে পরিণত হতে যাচ্ছে। তাই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার ঘৃণ্য উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহবান জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
রোববার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বীরউত্তম’-এর খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠন।এতে অংশ নেন বিএনপি শীর্ষ নেতরা।
জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার ঘৃণ্য উদ্যোগ নিয়ে নিজেদেরকে নব্য রাজাকার না বানাতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কিমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সোচ্চার থাকার পাশপাশি সরকার পতনের আন্দোলনে অগ্রসর হবে বিএনপি।পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের অবরুদ্ধ করে ভোট ডাকাতির অভিযোগও করেন বিএনপি নেতরা।