জার্মানিতে গাড়ি দুর্ঘটনায় মৃত চার

- আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জার্মানির হ্যানোভারে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত চার। সকলের বয়স ১৭ থেকে ২০-র মধ্যে।
মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। দুইটি গাড়িই খুব বেশি জোরে চলছিল। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা সংকটজনক।
বাড়তি তথ্য চায় পুলিশ
পুলিশ জানিয়েছে, তাদের কাছে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ নেই। তারা আরো তথ্য জানতে চায়।
তবে পুলিশ জানিয়েছে, একটি গাড়ি ভুল দিক দিয়ে আসছিল। তাই অন্য গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন, তারা গাড়ি থেকে দুইজনকে বের করে হাসপাতালে পাঠান। তারা তখনো বেঁচে ছিল। বাকি তিনজন ততক্ষণে মারা গেছিলেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, ষষ্ঠ এক ব্যক্তিও গাড়িতে ছিল।
পুলিশ এই ঘটনার বিস্তারিত বিবরণ দেয়ার জন্য স্থানীয় মানুষদের কাছে আবেদন জানিয়েছে।
ডয়চে ভেলে