জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ ড্র
- আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে ১-১ গোলে ড্র হয়েছে জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। এছাড়া হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই ইংল্যান্ডের উপর চড়াও হয় জার্মানি। তবে বার বার আক্রমণ করেও ফিনিশিং ব্যার্থতায় গোল বঞ্চিত হয় হ্যান্সি ফ্লিকের শীষ্যরা। প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাস হফম্যানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে শেষ মুহূর্তে জার্মানির রক্ষণের ভুলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান হ্যারি কেইন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু-দল। এদিকে হাঙ্গেরিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইতালি। নিকোলো বারেল্লা ও লরেঞ্জো পেলেগ্রিনির গোলে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় আজ্জুরিরা। ম্যাচের ৬১ মিনিটে আত্নঘাতি গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি হাঙ্গেরি।