জার্মানীর নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জার্মানীর নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস। পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের এই নেতা শপথ নিয়েছেন। এক টুইটে শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
বুন্ডেসটাগ বুধবার সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনও বিতর্ক হয়নি। এবার নতুন চ্যান্সেলর তার মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন মন্ত্রীরাও প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে নিয়োগপত্র গ্রহণ করবেন। নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাত জন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচ জন গ্রিন পার্টি এবং চার জন এফডিপি থেকে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশের নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন আঙ্গেলা ম্যার্কেল।