জার্মান বুন্দেসলিগায় টানা দশম শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ
- আপডেট সময় : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
জার্মান বুন্দেসলিগায় টানা দশম শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে রেকর্ড ৩১তম লিগ শিরোপা ঘরে তুললো বাভারিয়ানরা। এদিকে, ভ্যালেন্সিয়াকে টাইব্রেকে হারিয়ে ১৭ বছর পর কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল বেটিস।
বুন্দেসলিগা আর বায়ার্ন মিউনিখ যেন এক সূতোয় গাথা। লিগে ৩০ শিরোপা জিতে আগেই ইতিহাস এবার নিজেদেরই ছাড়িয়ে গেলো বাভারিয়ানরা। বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে টানা দশম আর ৩১তম লিগ শিরোপা ঘরে তুললো বায়ার্ন মিউনিখ।
শিরোপার হাতছানিতে মাঠে নেমে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন মিউনিখ। জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি।
পরে ব্যবধান কমিয়ে বরুশিয়া ডর্টমুন্ড লড়াইয়ের সম্ভাবনা জাগালেও প্রতিপক্ষের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে পেরে ডর্টমুন্ড। ৮৩ মিনিটে আরও গোলে শিরোপা উৎসবে মাতে বায়ার্ন মিউনিখ।
১৯৬৩ সালে বুন্দেসলিগা শুরুর পর থেকে এই নিয়ে ৩১ বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। আর সব মিলিয়ে জার্মানির লিগ জিতলো ৩২ বার।
স্পেনে ১৭ বছর পর কোপা দেল রের শ্রেষ্ঠত্বের অর্জনে মিশনে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় রিয়াল বেটিস।
ম্যাচের শুরুতে রিয়াল বেটিস এগিয়ে যাওয়ার পর পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ভালেন্সিয়া।
এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানও গোল পায়নি কেউই। এতে টাইব্রেকে গড়ায় ম্যাচ। যেখান কপাল পোড়ে ভ্যালেন্সিয়ার। ২০০৪-০৫ মৌসুমের পর এই প্রথম মেজর কোনো শিরোপা জিতলো রিয়াল বেটিস।