জাল টাকা বিক্রি চক্রের মূল হোতা সিফাত শেখ গ্রেফতার
- আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রি চক্রের মূল হোতা সিফাত শেখকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ খুলে, বিজ্ঞাপন দিয়ে জাল টাকা বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিভিন্ন উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা লেনদেনে জড়িতদের ধরতে গোয়েন্দারা তৎপরতা বাড়িয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে এমন টাকার ভিডিও দেখানো হচ্ছে। তবে এগুলো আসল নয়, সব টাকাই জাল।
অবৈধপথে অর্থ উপার্জনের লক্ষ্যে জালিয়াতির বিজ্ঞাপন দেখে, লোভে পড়ে নিজেই ফেসবুকে ‘জাল টাকা বিক্রি’ নামে পেইজ খুলে ব্যবসা শুরু করেন গার্মেন্ট সামগ্রীর সেলসম্যান সিফাত শেখ।
ভিডিওতে ঘোষণা দেয়া হয়–এক হাজার টাকার ১০০টি নোটের দাম ১০ হাজার টাকা, ৫০০ টাকা ক্ষেত্রে ১২ হাজার টাকা নেয়া হয়। স্বল্প খরচে অধিক টাকা পাবার আশায়, বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকা নেয়ার পর, মোবাইল বন্ধ করে রাখতো। এভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে সিফাত।
জাল টাকার ব্যবসা চক্রের হোতা সিফাত শেখকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ, লালবাগ বিভাগ।
ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় কারখানায় তৈরি করে বিভিন্ন উৎসবে জাল টাকা ছড়িয়ে দেয়এই চক্রটি বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল টাকা চক্রে জড়িত অন্যদের ধরতে অভিযান চলমান থাকার কথা জানান তিনি।
অসাধু চক্র থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানায় হারুণ অর রশিদ।