জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খোলা এবং ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত
- আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা মহামারি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খোলা এবং ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে ১১ অক্টোবর। আর সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবর থেকে।
শনিবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ নেবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় থাকছে থার্মাল স্ক্যানার, দেয়া হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। আবাসিক শিক্ষকদের কমিটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। গত বছরের ১২ জুলাই থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলছে।