জাহাজ আগমনে ৭০ বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
জাহাজ আগমনে ৭০ বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যেও জাহাজের এই নোঙরকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের হিসেবে, প্রতিষ্ঠার পর থেকে সকল রেকর্ড ভঙ্গ করে মোংলা বন্দরে ২০২০-২১ অর্থবছরে ৯৭০টি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভিড়েছে। যা গত অর্থ বছরের থেকে ৬৭টি বেশি। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বিধিনিষেধের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখায় বন্দরের কার্যক্রম বেড়েছে।