আ’লীগ নেতা টিপু ও প্রীতি হত্যা মামলায় আরও পাঁচজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান তিনি। হারুন অর রশীদ বলেন, মূল শুট্যার আকাশ গ্রেফতার হওয়ার পর থেকে সব আসামীদের নাম বেরিয়ে আসছে। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি জানায়, এই কিলিং মিশনের নির্দেশদাতা জিসান ও মানিক বিদেশ থেকে মুসাকে দিয়ে হত্যার পরিকল্পনা করে। টিপুকে হত্যা করে নিজেদের অস্তিত্ব জানান দেয় তারা। এর মধ্যে পলাতক জিসান ও মানিককে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।