জিএসপি প্লাস সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশকে জিএসপি প্লাস দেয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এক্ষেত্রে বাংলাদেশের শ্রম অধিকার, কারখানার নিরাপত্তা, শিশু শ্রম ও সুশাসন বিষয়ে ইইউ’র প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সংসদের চলমান অধিবেশনে এ কথা বলেন তিনি । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টা ৩৪ মিনিটে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়। বাণিজ্যমন্ত্রী জানান, জিএসপি প্লাস সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ এলডিসি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিউটি ফ্রি-কোটায় সুবিধা পাচ্ছে।