জিকেজি ও রিজেন্ট করোনার ভূয়া রিপোর্ট দিয়ে ভুক্তভোগী জনগণকে মৃত্যুর সনদ দিয়েছে
- আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জিকেজি ও রিজেন্ট জালিয়াতির মাধ্যমে করোনার ভূয়া রিপোর্ট দিয়ে ভুক্তভোগী জনগণকে মৃত্যুর সনদ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা উপসর্গ প্রতিরোধক হোমিও ওষুধ বিতরণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সাতক্ষীরা থেকে প্রতারক সাহেদ করিমকে গ্রেফতারে সরকার নাটক সাজিয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, সাহেদ সরকারের লোক হিসেবে তাদের হেফাজতেই ছিল। সাহেদ করিম হাওয়া ভবনের লোক- আওয়ামী লীগের এমন অভিযোগের সমালোচনা করে রিজভী বলেন, ধরা পড়লে সুদাসদনের চিহ্নিত লোকেদের হাওয়া ভবনের বলে চালিয়ে দেয়া সরকারের পুরনো অভ্যাস। তিনি আরো বলেন, চিকিৎসা খাতের বাণিজ্য ও দুর্নীতিতে সরকারের সিন্ডিকেট জড়িত। এসব ঘটনাকে আড়াল করতে সরকার একের পর এক নতুন ঘটনার জন্ম দিচ্ছে। চিকিৎসার অভাবে করোনা রোগীরা যেখানে সেখানে মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিতভাবে করোনা প্রতিরোধ করলে দেশে আজ এমন মহামারী পরিস্থিতির সৃষ্টি হতো না।