জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুলাওয়াতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।
টস জিতে আগে ব্যাট করে মাত্র ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। শুরু থেকে স্বাগতিক ব্যাটারদের চাপে রাখেন নাহিদা-রুমানা আহমেদরা। যে চাপে স্বাগতিকদের ৯ ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। যার মধ্যে পাঁচজনই ফিরেছেন শূন্য রানে। জিম্বাবুয়ের হয়ে ৩৯ রানে সফল ব্যাটার শারনে মেয়ার্স। ৫ উইকেট নেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট রুমানা ও ফারিহা তৃষ্ণার। জবাবে তিন উইকেট হারিয়ে আর ১৯০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩৯ রানে অপরাজিত ছিলেন মুর্শীদা খাতুন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০ ও নিগার সুলতানার উইলো থেকে আসে ১২ রান।