জিয়াউর রহমানের কবরস্থানে তার মরদেহের কোন প্রত্যক্ষদর্শী নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শুধু চন্দ্রিমা উদ্যানেই নয়, বিএনপির দাবি করা চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরস্থানেও তার মরদেহের কোন প্রত্যক্ষদর্শী নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও ২১ আগস্ট নিহত নেতাকর্মীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি পুরোটাই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে সত্য কথা শুনে বিএনপি নেতাদের এখন গাত্রদাহ শুরু হয়েছে। তাদের বোঝা উচিত মিথ্যাকে পুঁজি করে রাজনীতি বেশীদিন দীর্ঘস্থায়ী হয়না।