জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি। সুতরাং এ বিষয়ে বিক্ষোভ যৌক্তিন নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত রেলী ও আলোচনায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বেতার দিবসের এবারের প্রতিপাদ্য’ নতুন বিশ্ব নতুন বেতার”। তথ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তথ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন।