জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের অপশাসন ও দু:শাসনে চিত্র ঢাকতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান অন্য মহানগর বিএনপির নেতাকর্মীরা।
কেন্দ্রের ঘোষণা মেনে মহানগরে আজ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে নামে বিএনপির নেতাকর্মীরা।
বিকেলে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে বিএনপি। কাজির দেউরি এলাকার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেনসহ অনেক। এসময় আমীর খসরু বলেন, অপশাসন দুঃশাসনের চিত্র যখন গোটা বিশ্বের নজরে তখন জিয়ার খেতাব প্রত্যারের সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
দুপুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে যোগ দেন খুলনা মহানগরের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে খুলনা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, ফলে নতুন নতুন নাটক সাজাচ্ছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। বলেন, জিয়াউর রহমান কারও অনুকম্পায় বীরউত্তম খেতাব পান নি। সরকার ঈর্ষান্বিত হয়ে জিয়া উপর অবিচার করছে।
আগামীকাল রোববার দেশের সকল জেলা সদরে একই ইস্যুতে প্রতিবাদ সভা ও কর্মসূচি পালন করবে বিএনপি।