জিয়াউর রহমানের মরদেহ খুঁজে পাওয়া যায়নি : সংসদে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের মৃত্যুর পর তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বিএনপি নেতাদের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতাকে হত্যায় জড়িত থাকায় আসামী করা উচিত ছিল জিয়াউর রহমানকে। একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি আরো বলেন, সরকারের আশ্রয়ন প্রকল্পে কোন দুর্নীতি হয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
শেষ হল একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। বৃহস্পতিবার দুপুরে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদকে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন। তার কবর নিয়ে সাম্প্রতিক আলোচনারও জবাব দেন তিনি।
বিএনপি ও একটি স্বার্থান্বেষী মহল দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে নানা অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দোষীদের কোন ছাড় দেয়া হবে না।
আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় আছে বলেই বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।