জিয়াউর রহমান এদেশের ইতিহাস বিকৃতির জনক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান এদেশের ইতিহাস বিকৃতির জনক। জেনারেল জিয়া ছিলেন ইতিহাসের ফুটনোট মাত্র। সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মহানায়ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ‘৭৫ পরবর্তী এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোম্যাট।
সোমবার সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাঙ্গালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি শেখ হাসিনা।
দেশে নাকি নৈরাজ্য চলছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের ইতিহাস বিকৃত করেছে আর বিএনপি মিথ্যাচার করে জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে।
বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সেসময় সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতন ৭১ কেও হার মানিয়েছিলো।