জি২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে সন্ধ্যায় ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরাসি প্রেসিডেন্টের এই সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোন্না। শেখ হাসিনার আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকা আসছেন ইমানুয়েল ম্যাকরন। এই সফরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন। এদিকে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। ১০ সেপ্টেম্বর, জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সাথে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।