জুনে এসএসসি এবং আগস্টে এইচএসসি পরীক্ষা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা মহামারী পরিস্থিতিতে এবার চার মাস পিছিয়ে জুনে এসএসসি এবং আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনটি বিষয়ের মোট নম্বরও কমিয়ে অর্ধেক করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে ২০২২ সালের বিলম্বিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় জানানোর পাশাপাশি এ দুই পরীক্ষার পাঠ্যসূচি পরিমার্জন ও পুনর্বিন্যাসের কথা জানিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ১ম ও ২য় পত্র এবং ইংরেজী ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি পরিমার্জন করে এই বিষয়গুলোতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর নির্ধারণ করেছে। করোনার কারণে বিষয় কমিয়ে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয়; যেগুলোর নম্বর বিন্যাসও ছিল কম।