জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশের চার সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশের চার সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠকশেষে মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আগামী ২ জুন কমিশন বৈঠকশেষে এসব আসনের তফসিল ঘোষণার পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ করোনার কারণে স্থগিত অন্যসব নির্বাচনের ব্যাপারেও সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান ইসি সচিব। ২৪মে সোমবার কমিশন বৈঠকে ভোটের তারিখের বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও চলমান বিধিনিষেধ ৩০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করায় আগামী ২ জুন এ বিষয়ে সিদ্ধান্তের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান ইসি সচিব।