জুলাই মাসে চাহিদার তুলনায় বেশি ভ্যাক্সিন আসবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জুলাই মাসে চাহিদার তুলনায় বেশি ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্যাপক হারে গণটিকা দান কর্মসূচি আবারও শুরু হবে। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত টাকা লাগুক সবার জন্য ভ্যাক্সিন নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে দেশের অর্থনীতি কিছুটা ক্ষতির মুখে পড়লেও তা পুন:রুদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। দেশ এগিয়ে নিতে ও জীবন জীবিকা রক্ষার জন্য ২০২১-২২ অর্থবছরের বাজেট খুবই গুরুত্বপূর্ণ।
আগামীকাল বুধবার পাস হচ্ছে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট। এই নিয়ে সকালে জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, জুলাই মাস থেকে আবারো ব্যাপকহারে গণটিকা কর্মসূচি শুরু হবে। আরো বলেন, নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ অর্থ ব্যয় করবে সরকার।
করোনার কারণে দেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা ক্ষতির সম্মুখীন উল্লেখ করে সরকার প্রধান আরো বলেন,মহামারী থেকে উত্তরণে আশু, মধ্য ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নেয়া হয়েছে।
দেশ এগিয়ে নিতে এবং জীবন-জীবিকা রক্ষায় এবারের এই বাজেট বলে জানান প্রধানমন্ত্রী।
বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে এমনটাই আশাবাদ প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।