জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে স্ট্রোক করেছেন
- আপডেট সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে স্ট্রোক করেছেন। তার বাগদত্তা স্টেলা মরিস বলেছেন, আমেরিকায় প্রত্যার্পণের জন্য আইনি লড়াই চলাকালে কারাগারে অ্যাসাঞ্জের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। স্ট্রোক করায় জুলিয়ান অ্যাসাঞ্জের ডান চোখের পাতায় সমস্যার পাশাপাশি স্মৃতিশক্তির সমস্যা এবং স্নায়বিক ক্ষতি হয়েছে।
উইকিলিকস প্রতিষ্ঠাতার বাগদত্তা বলেন, অ্যাসাঞ্জের নতুন করে আবার স্ট্রোকের আশঙ্কা রয়ে গেছে। গত সপ্তাহে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যার্পণ নিয়ে মামলার সর্বশেষ ধাপে মার্কিন সরকার জয় লাভ করে। যুক্তরাজ্যের আদালত রায় দিয়েছে, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া যেতে পারে। অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলার অভিযোগ, দীর্ঘ সময়ের জন্য অ্যাসাঞ্জকে কক্ষে আটকে রাখার পাশাপাশি বাতাস, সূর্যের আলো, পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় উদ্দীপনার ব্যবস্থা করা হয়নি। সমস্যাটি জরুরিভাবে সমাধান করা প্রয়োজন। জুলিয়ানের সঙ্গে চিড়িয়াখানায় আটকে থাকা প্রাণীদের মতো ব্যবহার করা হচ্ছে। এটা তার জন্য মানসিক সমস্যা তৈরি করছে।