জেএমবি-র পাঁচ ক্যাডারের ফাঁসির সাজা বহাল রেখেছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠি আদালতের সাবেক সরকারি কৌঁসুলি হায়দার হোসাইন হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি-র পাঁচ ক্যাডারের ফাঁসির সাজা বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ মামলার ডেথ রেফারেন্স এর শুনানি শেষে এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরগুনার বেল্লাল হোসেন, আবু শাহাদাৎ মো. তানভীর ওরফে মেহেদী হাসান, খুলনার মুরাদ হোসেন, ঢাকার ছগির হোসেন ও আমীর হোসেন। বেলাল ছাড়া বাকি সব আসামী কারাগারে আটক আছেন। মামলার নথি থেকে জানা যায়, হায়দার হোসাইন ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী হামলায় দুই বিচারক নিহত হওয়ার মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। ওই মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষ সাত জঙ্গির ফাঁসির রায় হয়েছিল। সেই প্রতিশোধ নিতেই রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হায়দারকে হত্যা করে জেএমবি সদস্যরা।