জেএসসি ও জেডিসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি তুলে দেয়ার কথা ভাবছে সরকার

- আপডেট সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জেএসসি ও জেডিসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি তুলে দেয়ার কথা ভাবছে সরকার। সচিবালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র মাদরাসা সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। শিশু-কিশোরদের শুধু জিপিএ-ফাইভের দিকে না ঝুঁকতে অভিভাবকদের আহবান জানান তিনি। এবছর জেএসসি-জেডিসি পরীক্ষায় ২২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী পাস করেছে। আর প্রাথমিক শিক্ষা সমাপনী- পিইসি ও ইবতেদায়ীতে ১১ হাজার পরীক্ষার্থী ফেল করেছে।
গতবারের তুলনায় এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৫৬ হাজার শিক্ষার্থী বেশি পাস করেছে। তবে, ফেল করেছে প্রায় ৩ হাজার। বিদ্যালয়ে একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। সর্বোচ্চ জিপিএধারীদের সংখ্যা বেড়েছে ১০ হাজার। ফলাফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি বলেন, সার্বিকভাবে ভালো ফল হয়েছে। তবে সর্বোচ্চ জিপিএ-র দিকে না তাকিয়ে শিক্ষা ও মূল্যবোধের দিকে মনোযোগ দিতে হবে।
পরে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষার ফলাফল তুলে ধরেন। ২৪ লাখ ৫৪ হাজারের মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী পাস করেছে এই দু’পরীক্ষায়। পাসের হার ৯৫.৫ শতাংশ। সর্বোচ্চ পাসের হার নওগাঁ জেলায়। দেশের ৮৩টি উপজেলায় শতভাগ পাস করেছে বলে জানান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।