জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি। এর আগে দিবসটি উপলক্ষে সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতও করেন প্রধানমন্ত্রী। পরে, বনানী কবরস্থানে কারাগারে নির্মমভাবে নিহত চার জাতীয় নেতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা। দিনটি স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী ও মহানগরের নেতাকর্মীরাও।