জেলহত্যা মামলার আসামী সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান আটক
- আপডেট সময় : ০৯:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
জেলহত্যা মামলার আসামী সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। গতকাল সকালে দেশটির সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে আটক করা হয় তাকে। ওই দেশে বসবাসের বৈধ কাগজপত্র তার কাছে নেই বলে জানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। বিএনপি সরকারের সময় জাতীয় চার নেতা হত্যা মামলা থেকে খালাস পাওয়া এই আসামীকে দেশে ফিরিয়ে আনতে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
১৯৭৫ সালের ৩ নভেম্বর। বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে।
আলোচিত ওই মামলার অন্যতম আসামী ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক খায়রুজ্জামান। খালাসের পর ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়। কিন্তু, কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান তিনি।
তাকে দ্রুত ফিরিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কবে নাগাদ তাকে দেশে ফেরানো হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান, শাহরিয়ার আলম।