জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
দুপুরে দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২ দিন আগে ফাঁস হওয়া একটি অডিও কথোপকথনে আওয়ামী লীগ নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় অবিলম্বে দল থেকে রোশন আলীর অপসারণ দাবি করে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম ওমানীসকহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।