জেল হ’ত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় স্বজনদের ক্ষোভ
- আপডেট সময় : ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
জেল হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, তাদের পরিবার এখনো বিচার পায়নি। দ্রুত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। জেল হত্যা রহস্য উন্মোচনে একটি কমিশন গঠনেরও দাবি জানান সোহেল তাজ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দন্ডিতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
১৯৭৫ সালের এইদিনে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে খুন হন জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মেদ, মুনসুর আলী ও এএইচ এম কামরুজ্জামান।
দিনটি উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে পুরাতন কারাগারে যান তাদের পরিবারের সদস্য ও স্বজনরা।
এ সময় মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান তারা।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক দণ্ডিত আসামীদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
৭৫ এর ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধু ও ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যার ঘটনায় পেছনের কুশিলবদের মুখোশ উন্মোচনে ডিসেম্বরের মধ্যে কমিশন গঠন গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।