জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে শিশুরা পেলো বিনামূল্যে স্বাস্থসেবা
- আপডেট সময় : ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রজেক্ট গুড লাইফ। ঢাকার মিরপুর ২ এর জাতীয় বাংলা উচ্চ বিদ্যালয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হলো প্রজেক্ট গুড লাইফের সৈজন্যে বিনামূল্যে স্বাস্থসেবা।
মেডিকেল সাপোর্টিং এ সহযোগিতায় বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন এইচ এন্ড এইচ ফাউন্ডেশন হেলথ কেয়ার, খিদমা হাসপাতাল, ডেন্টাল কেয়ার পার্টনার মেডিপ্লাস ও আকা ফাউন্ডেশন। সহযোগী পার্টনার চাপটহার ফাউন্ডেশন।
প্রায় ১৫০০ নারী ও পুরুষ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী সহ শিক্ষক ও অভিভাবক স্বাস্থসেবা পেয়েছে। ডেন্টাল স্বাস্থসেবাও প্রদান করা হয়। ইতিপূর্বে ৫ম থেকে ৭ম শ্রেণীর নারী শিক্ষার্থীদের মাসিক বিষয় নিয়েও সচেতনতামূলক সেশন নেয়া হইয়াছিল, মাসিকের লক্ষণ, পুষ্টি ও স্বাস্থ্যবিধির বিষয়ে আলোকপাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা নর্থের সভাপতি তুষার মালেক, ডিরেক্টর ওমি, পাভেল, এইচ এন্ড এইচ ফাউন্ডেশন হেলথ কেয়ার উপদেষ্টা অধ্যাপক ডা: রেহানা খানম, প্রতিষ্ঠাতা ড. এম. সাফাক হোসেন (পিএইচডি), আকা ফাউন্ডেশনের সভাপতি ডা: আদিলী আদিব, জাতীয় বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন প্রমুখ।