জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
গত ১৮ ফেব্রুয়ারি বোট ক্লাবে অনুষ্ঠিত হয়ে হয়েছে জেসিআই ঢাকা সাউথের জেনারেল মেম্বারস মিটিং (জি.এম.এম)। সভা পরিচালনার দায়িত্ব পালন করেন লোকাল প্রেসিডেন্ট এমডি ইকবাল ইলাহি খান এবং নতুন কমিটির সদস্যগণ যার মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল সারা ফারিহা, জেনারেল লিগাল কাউন্সিল খন্দকার রাজীব হাসান এবং কোষাধ্যক্ষ হআনিকা তাসনিম, স্টিভ বেনেবিকট্ ডিসিল্ভা।
এছাড়াও কমিটির সর্বাধিক সদস্য, সাধারণ সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সভা পরিচালনা করা হয়। আলোচনা সভায়, এ বছরের সমাজ কল্যাণমূলক কর্মসূচি এবং বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেসিআই একটি নন-প্রফিট ইন্টারন্যাশনাল এবং নন গভারমেনটাল যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয়ভ নাগরিক গড়ে তোলার কার্যকলাপ করে থাকে। জেসিয়াই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ এবং ৩৫টি চ্যাপ্টার এর সমন্বয়ে গঠিত। যার মধ্যে জেসিআই ঢাকা সাউথ একটি অন্যতম স্বনামধন্য চ্যাপ্টার।